বাসস বিদেশ-৬ : জাপানের ফুকুশিমায় প্রবল ভূমিকম্পে আহত শতাধিক

157

বাসস বিদেশ-৬
জাপান-ভূমিকম্প
জাপানের ফুকুশিমায় প্রবল ভূমিকম্পে আহত শতাধিক
টোকিও, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : জাপানে পূর্বাঞ্চলীয় ফুকুশিমায় এক ৭ দশমিক ৩-মাত্রার প্রবল ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছে। প্রায় দশক পরে অঞ্চলটিতে এই ভয়াবহ ভূমিকম্প, সুনামি ও পারমানবিক মেল্টডাউনের শিকার হলো। খবর এএফপি’র।
দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভয়াবহ এ ভূমিকম্পে ১১৪ জন আহত হয়েছে ও আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের ফলে সুনামির সূচনা হয়নি বা ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।
ফুকুশিমার উত্তরের সোমা শহরের পৌর কর্মকর্তা মাসামি নাকাই এএফপিকে জানান, ‘আমি বাড়িতে ছিলাম। কাঁপুনি এত তীব্র ছিল যে আমি আমার শারীরিক সুরক্ষার ব্যাপারে সত্যিই শঙ্কিত হয়ে পড়েছিলাম।’
জাপান প্রশান্ত মহাসাগরীয় “রিং অফ ফায়ার” অঞ্চলে অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে প্রসারিত অঞ্চলটি তীব্র ভূমিকম্পপ্রবণ।
বাসস/অনু-জেজেড/২০২০/-কেএমকে