বাসস দেশ-৫০ : রাজধানীতে তিন কেজি সোনাসহ বিদেশী মুদ্রা আটক

109

বাসস দেশ-৫০
শুল্ক গোয়েন্দা-অভিযান
রাজধানীতে তিন কেজি সোনাসহ বিদেশী মুদ্রা আটক
ঢাকা,১৪ ফেব্রুয়ারি,২০২১ (বাসস) : শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি সোনাসহ বিদেশী মুদ্রা আটক করেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে সংস্থাটি।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শুল্ক গোয়েন্দার একটি দল ৫৬ পুরানা পল্টন ফয়েজ ট্রেডিংয়ের ব্যবসায় কার্যালয়ে অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ তিন কেজি সোনা ও বিপুল পরিমাণ দেশি-বিদেশী আটক উদ্ধার করে। আটককৃত মুদ্রার মধ্যে সৌদি রিয়াল,ভারতীয় রুপি,মালয়েশিয়ান রিঙ্গিত,মার্কিন ডলার,থাই বাথ, হংকং ডলার, বাহরাইন দিনার, সাউথ আফ্রিকান রেড, সিঙ্গাপুর ডলার, কাতার রিয়েল ও বাংলাদেশী মুদ্রা রয়েছে। এছাড়া ১২টি মোবাইল, ১টি ল্যাবটপ ও ১টি ট্যাব উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,আটক হওয়া অবৈধ সোনা,দেশি-বিদেশী মুদ্রা ও অন্যান্য পণ্য সামগ্রী ইনভেন্ট্রি করা হয়েছে এবং ফয়েজ ট্রেডিং এবং আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হবে।
বাসস/সবি/আরআই/১৯৫০/স্বব