বাসস ক্রীড়া-১৫ : ১৯৫৬ সালের পর আবারো ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের ঝলক

100

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-ঢাকা টেস্ট
১৯৫৬ সালের পর আবারো ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের ঝলক
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : আজ শেষ হওয়া ঢাকা টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের পতন হওয়া ১০ উইকেট ভাগাভাগি করেছেন ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার রাকিম কর্নওয়াল-জোমেল ওয়ারিকান ও ক্রেইগ ব্র্যাথওয়েট।
কর্নওয়াল ৪টি, ব্র্যাথওয়েট-ওয়ারিকান ৩টি করে উইকেট নেন। এর মাধ্যমে ৬৫ বছর পর টেস্টের এক ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট নেয়ার পুনরাবৃত্তি ঘটালেন স্পিনার কর্নওয়াল-ব্র্যাথওয়েট-ওয়ারিকান।
সর্বশেষ ১৯৫৬ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন তৎকালী ওয়েস্ট ইন্ডিজ দলে থাকা তিন স্পিনার সনি রামাদিন-আলফ ভ্যালেন্টাইন ও কলি স্মিথ।
ঐ ম্যাচের চতুর্থ ইনিংসে ভ্যালেন্টাইন ৫টি, স্মিথ ৪টি ও রামাদিন ১টি উইকেট নিয়েছিলেন। টেস্টটি ইনিংস ও ৬৪ রানে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
বাসস/এএমটি/১৮৫০/স্বব