বাসস দেশ-৪১ : মাগুরায় করোনা ভ্যাকসিন ও উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

110

বাসস দেশ-৪১
মতবিনিময় সভা- মাগুরা
মাগুরায় করোনা ভ্যাকসিন ও উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা
মাগুরা, ১৪ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ কোভিড-১৯ (করোনা) ভ্যাকসিন, জনশৃংঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পুলিশ সুপার জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮২৫/-এমকে