বাসস দেশ-৩৮ : তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসাবে গড়ে তোলা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

107

বাসস দেশ-৩৮
খালিদ-তামাবিল
তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসাবে গড়ে তোলা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সিলেট, ১৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, তামাবিল স্থলবন্দরে আধুনিক সুযোগ-সুবিধা প্রস্তুত রয়েছে সরকার।
তিনি বলেন, তামাবিল স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও ব্যবসায়িদের সমন্বয়ে তামাবিলকে আধুনিক স্থলবন্দর হিসাবে গড়ে তোলা হবে।
খালিদ মাহমুদ চৌধুরী আজ জেলার তামাবিল স্থলবন্দরে বন্দরের স্টেকহোল্ডারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিংহ, তামাবিল কাষ্টমের সহকারী পরিচালক রুহুল আমিন, ৪৮ বিজিবি’র তামাবিল কোম্পানী কামান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, তামাবিল কয়লা পাথর আমদানী কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী, সহ- সভাপতি মনিরুজ্জামান মিন্টু, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন সেদু, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
বক্তরা তামাবিল স্থলবন্দরের বিভিন্ন বিষয়ে সরকারের দৃষ্টি আর্কষণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসকল বিষয় সমাধান করা হলে তামাবিল বন্দর বাংলাদেশের মধ্যে আধুনিক স্থলবন্দর হিসাবে রূপ লাভ করবে।
এর আগে প্রতিমন্ত্রী তামাবিল স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন।
বাসস/সবি/এমএএস/১৮০৫/-কেএমকে