বাসস দেশ-৩৭ : সংবাদ-সম্মেলন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আগামীকাল

97

বাসস দেশ-৩৭
সংবাদ-সম্মেলন
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আগামীকাল
গোপালগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : মুজিব জন্মশতবর্ষ পালন উপলক্ষে জেলায় আগামীকাল “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” দৌঁড়ের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাদিক ডিভিশন এই ম্যারথনের আয়োজন করেছে।
এই ম্যারখন দৌঁড়ের কো-অর্ডিনেটর ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ আজ সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, আগামীকাল সোমবার বিকেল ৩টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এসে এই ম্যারাথন দৌঁড় শেষ হবে। জেলা সদরে ৩ হাজার লোক অংশ নেবেন এবং আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি জেলার অন্য ৪ উপজেলায় ২ হাজার লোকের উপস্থিতিতে ম্যারাথন দৌঁড়ের আয়োজন করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯০৫/-কেজিএ