ঢাকা টেস্ট: দ্বিতীয় সর্বনিম্ন রানে বাংলাদেশের কাছে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

271

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড ক্যারিবীয়দের ।
২০১৮ সালে ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১১১ রানে অলআউট হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের কাছে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা ক্যারিবীয়দের।
মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ৩৬ দশমিক ৪ ওভারে ১১১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। মিরাজ ৫৮ রানে ৭টি ও সাকিব ২৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন।
১১১ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কারণ প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের ১৩৬ রানের সুবাদে ৫০৮ রান করেছিলো বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারো বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মিরাজের ৫ ও তাইজুলের ৩ উইকেট শিকারে ২১৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।
শেষ পর্যন্ত ইনিংস ও ১৮৪ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।