বাসস দেশ-১৬ : জয়পুরহাটে বিষমুক্ত সবজি চাষে সফলতা পাচ্ছেন কৃষকরা

95

বাসস দেশ-১৬
সবজি চাষ
জয়পুরহাটে বিষমুক্ত সবজি চাষে সফলতা পাচ্ছেন কৃষকরা
জয়পুরহাট, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বিষমুক্ত সবজি চাষে সফলতা পাওয়ায় দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলার ভাদসা গ্রামের কৃষাণী আনজুয়ারা বেগমসহ অনেক কৃষক বর্তমানে বিষমুক্ত সবজি চাষে সফলতা পেয়েছেন।
সরেজমিন ঘুরে জানা যায়, চারা রোপণ থেকে শুরু করে ৬০/৭০ দিনের মাথায় সবজি বাজারে বিক্রি করা যায় এমন ফসল হিসেবে এবার ব্রকোলি, চাষ করার সিদ্ধান্ত নেন আনজুয়ারা বেগম ও আব্দুর রহমান। এ বিষমুক্ত সবজি চাষে কারিগরি সহযোগিতা প্রদান করেন স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’। এবার ২০ বিঘা জমিতে বিষমুক্ত সবজি চাষে ১৫ জন কৃষককে ”জাকস ফাউন্ডেশন” ৩৮ হাজার ৫শ টাকা অনুদান ও ঋণ হিসেবে ৫ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেছে। অর্থায়নে সহযোগিতা করেছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। কীটনাশক বা বালাইনাশক ব্যবহার না করে জমিতে স্থাপন করা হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ। বিষমুক্ত ভাবে ব্রকোলি, বেগুন ও টমেটো চাষ বেশ আগ্রহের সৃষ্টি করেছে অন্যান্য চাষীদেরও। দূর্গাদহ ও ভাদসা গ্রামের তসলিম উদ্দিন, আব্দুল মান্নান, মেহের আলী, মো: তছলিম ও আব্দুর রহমান মিলে আরো ২ একর জমিতে বিষমুক্ত ভাবে নানা সবজি চাষ করেছেন বলে জানান। এ ছাড়াও মরিচ, করলা, বেগুন, টমেটো, স্কোয়াস, পটলসহ অন্যান্য ফসলও চাষ করা হচ্ছে বিষমুক্ত ভাবে। স্থানীয় ভাবে বাজারেও বিষমুক্ত সবজির চাহিদা অন্যান্য সবজির চেয়ে বেশি বলে জানান চাষীরা। ধলাহার ইউপির দুগোড় গ্রামের কৃষক মতিয়র রহমান এবার ২৫ শতাংশ জমিতে বিষমুক্ত ভাবে স্কোয়াস চাষ করেছেন এবং বাজারে বিষমুক্ত সবজির চাহিদা বেশি বলেও জানান তিনি। সব খরচ বাদে এক বিঘা জমির ব্রকোলি বিক্রি করে ২০/২৫ হাজার টাকা লাভ থাকবে বলে আশা প্রকাশ করেন আব্দুর রহমান ও আনজুয়ারা। জাকস ফাউন্ডেশনের সহকারি পরিচালক (কৃষি) ওবায়দুল ইসলাম বলেন, পিকেএসএফের সহযোগিতায় বিষমুক্ত সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ১৫ জন কৃষককে অনুদান হিসেবে ৩৮ হাজার ৫শ টাকা ও ৫ লাখ ২৫ হাজার টাকা ঋণ হিসাবে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমীন বলেন, বিষমুক্ত সবজি চাষে কৃষকদের সহায়তা করতে একটি মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪০২/নূসী