বাসস-দেশ-১১ : নাটোরে বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ

106

বাসস-দেশ-১১
ভোট গ্রহণ
নাটোরে বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ
নাটোর, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় জেলার বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম চলছে। আজ রোববার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফলের জন্যে শুরু হবে গণনা। নির্বাচনে মেয়র পদে দুইজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শুরুর পরপরই গোয়ালফা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থী মাজেদুল বারি নয়ন এবং বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী সাবেক মেয়র ইসাহাক আলী।
সকাল দশটায় লক্ষèীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এ পর্যন্ত কেন্দ্রের মোট এক হাজার ৩০৬ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাঃ উজ্জল কুমার কুন্ডু। শুরুতে ভোটারদের উপস্থিতি বেশী ছিল।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬০৬ জন। ভোটারবৃন্দ নয়টি ভোট কেন্দ্রে ৪২টি বুথের মাধ্যমে একজন মেয়র, তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং মোট নয়জন কাউন্সিলর নির্বাচনের জন্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা পুলিশের বিশেষ শাখা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে মোট ২৯৭ জন পুলিশ সদস্য নিয়োজিত করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে পাঁচজন সদস্য নিয়োজিত আছেন। একজন পুলিশ ইন্সপেক্টর অথবা সাব-ইন্সপেক্টরে নেতৃত্বে ১০ সদস্যের একটি করে স্টাইকিং টিম প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত আছে। এছাড়া আট পুলিশ সদস্যের সমন্বয়ে স্ট্যান্ডবাই টিম আছে আরো নয়টি। পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন। নির্বাচনের মাঠে আছে এক প্লাটুন বিজিবি এবং র‌্যাবের টহল।
জেলা নির্বাচন অফিসার মোঃ আছলাম জানান, নির্বাচনে মোট নয়জন প্রিজাইডিং অফিসার, ৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্যে ইতোপূর্বে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়।
বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন শেষে শুরু হবে গণনা। এরপর বেসরকারীভাবে কাংখিত ফলাফল ঘোষণা করা হবে জানান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন জানান, পৌরসভা নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃংখলা রক্ষার্থে এবং মোবাইল স্টাইকিং ফোর্সের সাথে ম্যাজিস্ট্রেশিয়াল দায়িত্ব পালনের জন্যে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর আছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়াজ বাসস’কে বলেন, সকলের সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা সফল নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৫৫/নূসী