বাসস দেশ-৬ : কালাই ও আক্কেলপুর পৌরসভায় ভোট গ্রহণ শুরু

113

বাসস দেশ-৬
ভোট গ্রহণ
কালাই ও আক্কেলপুর পৌরসভায় ভোট গ্রহণ শুরু
জয়পুরহাট, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আজ রোববার জয়পুরহাট জেলার কালাই ও আক্কেলপুর পৌরসভায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
সকাল ৮ টার আগে থেকেই উৎসুক ভোটাররা ভোট কেন্দ্রে আসেন তাদের ভোট প্রদানের জন্য। কালাই পৌরসভায় ব্যালটে ভোট হলেও আক্কেলপুর পৌরসভায় ইভিএম এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ি আজ ১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের এ দুই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। কালাই পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও সাধারণ কাউন্সিলার পদে ২৫ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালাই পৌরসভায় মোট ১৩ হাজার ৫২৬ জন ভোটার রয়েছেন। এরমধ্যে মহিলা ভোটার রয়েছে ৭ হাজার ৭৫ জন। রোববার সকালে ব্যালট পেপার পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে বলে জানান কালাই উপজেলা নির্বাহী অফিসার ও রিটানির্ং কর্মকর্তা মো: মোবারক হোসেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েনসহ র‌্যাব ও পুলিশের বিশেষ ট্রাইকিং ফোর্স কাজ করছে বলেও জানান তিনি। প্রিজাইডিং অফিসারসহ ১২৯ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অপরদিকে, আক্কেলপুর পৌরসভায় মেয়র পদে ৫ জনসহ সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আক্কেলপুর পৌরসভায় ভোটার রয়েছেন ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে মহিলা ভোটার হচ্ছেন ১০ হাজার ৩২৫ জন। এখানে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ১৮৯ জন। জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শুরু হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পাশাপাশি তিন স্তরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও রয়েছে আনসার , র‌্যাব ও বিজিবি। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৩১/নূসী