দ্রুততম ১শ উইকেটের রেকর্ড গড়লেন মিরাজ

437

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম ১শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।
চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে শায়ানে মোসলেকে শিকার করে টেস্ট ক্যারিয়ারে ১শ উইকেট পূর্ণ করেন মিরাজ। প্রথম ইনিংসে ১টি উইকেট নিয়েছিলেন তিনি। ১শ উইকেট নিতে ২৪ টেস্ট খেলেছেন মিরাজ। বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোন বোলারের দ্রুততম ১শ উইকেট শিকারের কীর্তি এটি।
এতোদিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৫ টেস্টে ১শ উইকেট শিকার করেছিলেন তিনি।
বাংলাদেশের পক্ষে সবার আগে টেস্টে ১শ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ রফিক। এরপর সাকিব আল হাসান, তাইজুল ও মিরাজ ১শ উইকেট শিকারের তালিকায় নাম তোলেন।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মিরাজের। অভিষেক সিরিজেই চমক দেখান তিনি। ১৯ উইকেট শিকার করেন মিরাজ।