বাসস ক্রীড়া-১৩ : দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিন রোহিতের

97

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-চেন্নাই টেস্ট
দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম দিন রোহিতের
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তার সেঞ্চুরির সুবাদে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০০ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। ১৬১ রানের দারুন এক ইনিংস খেলেন রোহিত।
চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেনার শুভমান গিল ও অধিনায়ক বিরাট কোহলি খালি হাতে ফিরেন। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ২১ রানে বিদায় নেন চেতেশ্বর পূজারা। তবে এক প্রান্ত আগলে ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন রোহিত।
ওয়ানডে মেজাজে ৪৭ বলে হাফ-সেঞ্চুরির পর ১৩০ বলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পুর্ন করেন রোহিত। সেঞ্চুরি করেও নিজের ইনিংস বড় করেছেন রোহিত। ২০৭ বলে দেড়শ অতিক্রম করেন তিনি। শেষ পর্যন্ত ৭৩তম ওভারে ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচের বলে আউট হওয়ার আগে ২৩১ বল খেলে ১৮টি চার ও ২টি ছক্কায় ১৬১ রান করেন এ হিটম্যান।
এই ইনিংস খেলার পথে চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানের সাথে ১৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন রোহিত। টেস্ট ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি করে ৬৭ রানে আউট হন রাহানে। তাকে শিকার করেন আরেক স্পিনার মঈন আলি।
১ রানের ব্যবধানে রোহিত-রাহানেকে হারিয়ে চাপে পড়ে ভারত। দিনের শেষভাগে রবীচন্দ্রন অশ্বিনকেও হারায় ভারত। অশ্বিন ১৩ রান করেন। তবে ঋসভ পান্থ ৩৩ ও অক্ষর প্যাটেল ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
ইংল্যান্ডের লিচ-মঈন ২টি করে উইকেট নেন।
বাসস/এএমটি/১৮২৫/স্বব