মাহমুুদুল্লাহ-নাসিরকে পেছনে ফেললেন লিটন-মিরাজ

352

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সপ্তম উইকেট জুটিতে ১২৬ রান করেন বাংলাদেশের লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম উইকেটে এটিই এখন বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের জুটি।
গত ৯ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে বেশি রান ছিলো মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেনের। ২০১২ সালে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেটে ১২১ রান করেছিলেন মাহমুদুল্লাহ-নাসির।
ঐ ইনিংসে নাসির ৯৬ ও মাহমুদুল্লাহ ৬২ রান করেন। এছাড়া নাইম ইসলাম ১০৮ রান করেছিলেন। ফলে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিলো বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৫২৭ রান করে।
প্রথম ইনিংসে লিড পেয়েও, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭৭ রানে ম্যাচ হারে বাংলাদেশ। ২৪৫ রানের টার্গেটে ১৬৭ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ।