বাসস বিদেশ-৩ : করোনা পরবর্তী জটিলতায় অস্ত্রোপচার শেষে জার্মানি থেকে দেশে ফিরেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

107

বাসস বিদেশ-৩
আলজেরিয়া- প্রেসিডেন্ট
করোনা পরবর্তী জটিলতায় অস্ত্রোপচার শেষে জার্মানি থেকে দেশে ফিরেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট
আলজিয়ার্স, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : কোভিড -১৯ পরবর্তী জটিলতায় সার্জারির জন্য এক মাস জার্মানিতে অবস্থানের পর শুক্রবার আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন দেশে ফিরেছেন। দেশে তিনি স্বাস্থ্য পরিস্থিতি, রাজনৈতিক ও আর্থিক সংকটের কারণে চাপের মুখে রয়েছেন।
গত অক্টেবরের শেষ দিক থেকে তিন মাসের দীর্ঘ সময় বিদেশে অবস্থানকালে উত্তর আফ্রিকার দেশটিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়।
৭৫ বছর বয়স্ক প্রবল ধূমপায়ী তেবিউন কোভিড- ১৯এ আক্রান্ত হওয়ায় গত বছর টানা দুইমাস বিদেশে অবস্থানের পর আলজেরিয়ায় ফিরেন।
প্রেসিডেন্টের অফিস জানায়, কোভিড -১৯ পরবর্তী জটিলতার ১০ দিন পর প্রেসিডেন্টের ডান পায়ে সফল অস্ত্রোপচার শেষে ১০ জানুয়ারি তিনি জার্মানি থেকে দেশে ফিরেন। তবে তিনি শারীরিক কি ধরণের জটিলতায় রয়েছেন তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলা হয়, “প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, সশ¯্রবাহিনীর সুপ্রীম প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা আবদেল মাদজিদ আজ দেশে ফিরেছেন।”
আলজেরিয়ায় করোভাইরাসে ১ লাখ ১০ হাজার লোক আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৯০০ লোকের।
বাসস/এএফপি/এমএবি/১৪৩৬/জেহক