বাসস দেশ-২ : কুমিল্লার বরুড়ায় পাঠাগার উদ্বোধন

183

বাসস দেশ-২
পাঠাগার
কুমিল্লার বরুড়ায় পাঠাগার উদ্বোধন
কুমিল্লা (দক্ষিণ), ১৩ ফেব্রুয়ারি, ২০২১, (বাসস) : জেলার বরুড়ায় পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ৯ টায় বরুড়া উপজেলার ঘোষ্পা গ্রামে “বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম স্মৃতি পাঠাগার” উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু তাহের, বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান হুমায়ুন কবির প্রমুখ।
পাঠাগারের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান হুমায়ুন কবির বাসসকে বলেন, শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার। তাই শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না। পাঠ্য বিষয়ের সঙ্গে সঙ্গে তাদের বহির্জগতের জ্ঞানভান্ডার থেকে জ্ঞান আহরণেরও চেষ্টা করতে হবে। তাই গ্রামের ছেলে মেয়েদের কথা চিন্তা করেই এ পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে। পাঠাগারটিতে বিভিন্ন লেখকের প্রায় দেড় হাজার বই রয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১০১৬/নূসী