সিকদার গ্রুপের এমডি রন হকের জামিন

262

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার জামিন পেয়েছেন। আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ দু’জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তার জামিন আবেদন মঞ্জুর করেন।
রন হক সিকদার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ফিরে আসলে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দু’জনকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। মামলার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে দুই ভাই দেশ ছেড়ে পালিয়ে যান। নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।
৫শ’ কোটি টাকা ঋণ প্রস্তাবকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দু’কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন বলেও অভিযোগে বলা হয়।
গত বুধবার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রন হক সিকদারের বাবা সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার।