বাসস দেশ-১৮ : পৌর নির্বাচন উপলক্ষে বান্দরবানে ‘মক ভোটিং’ অনুষ্ঠিত

132

বাসস দেশ-১৮
পৌর নির্বাচন- বান্দরবান
পৌর নির্বাচন উপলক্ষে বান্দরবানে ‘মক ভোটিং’ অনুষ্ঠিত
বান্দরবান, ১২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : চতুর্থধাপে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে আজ নির্বাচন কমিশনের উদ্যোগে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৩টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ‘মক ভোটিং’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে বান্দরবানের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের মক ভোটিং কার্যক্রম প্রশিক্ষণ দেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ।
এসময় বান্দরবান পৌরসভার বিভিন্ন ওর্য়াডের জনগন নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান সর্ম্পকে ধারণা নেন।
রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিম জানান, বান্দরবান পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্টিত হবে পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৯ হাজার সাতশ’ ২৯ জন।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে ১৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৮১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৬২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯১০/এমকে