দর্শনা রেলবন্দরে পণ্যবাহী ওয়াগনের ইয়ার্ড পয়েন্টের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

251

চুয়াডাঙ্গা, ১২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে আজ আমদানীকৃত ভারতীয় ওয়াগনের মালামাল খালাস করার ইয়ার্ড পয়েন্টের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২৪২ টাকা ব্যয়ে ইয়ার্ড পয়েন্টের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজগার টগর। এসময় তিনি বলেন, ২৫টি রেলস্টেশন আধুনিকায়ন করা হবে তার মধ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশন রয়েছে। দর্শনা থেকে খুলনা রেললাইন দ্রুত ডাবল লাইনের কাজ শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাযঞ্জ শুরু করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ রেলওয়ে বিভাগী প্রকৌশলী (পাকশী) বীরবল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশাদুলহক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যন আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মো. মতিয়ার রহমান প্রমুখ।