ডিএসসিসি মেয়রের সঙ্গে তুরস্কে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

357

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার মাসুদ মান্নান।
আজ বিকেলে নগরভবনের মেয়র কার্যালয়ে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান মেয়র ব্যারিস্টার তাপসের সাথে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে হাইকমিশনার মাসুদ মান্নান রেড ক্রিসেন্ট ঢাকা সিটি ইউনিটের জন্য ৪টি হুইল চেয়ার হস্তান্তর করেন। এ সময় ব্যারিস্টার শেখ তাপস হাইকমিশনার মান্নানকে ধন্যবাদ জানিয়ে বলেন, রেড ক্রিসেন্ট মানুষের দুর্যোগে মানবিক সহযোগিতা নিয়ে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। এটি মানবসেবায় অগ্রবর্তী একটি সংগঠন। মানুষের সহযোগিতায় এ সংগঠন নিজ কার্যক্রম পরিচালনা করে থাকে। হুইল চেয়ারগুলো শারীরিকভাবে নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে থাকা ৪ জন মানুষকে প্রদান করা হবে। এতে করে তাঁদের দৈনন্দিন চলাফেরায় কিছুটা হলেও স্বাচ্ছন্দ আসবে।
এ সময় ডিএসসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরীফ খান, এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ পারভেজ উদ্দিন আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।