বাসস দেশ-৪৩ : বিএসএমএমইউতে ৬ষ্ঠ দিনে করোনা’র টিকা নিলেন ১,৪৫৭ জন

171

বাসস দেশ-৪৩
বিএসএমএমইউ-টিকা
বিএসএমএমইউতে ৬ষ্ঠ দিনে করোনা’র টিকা নিলেন ১,৪৫৭ জন
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ ৬ষ্ঠ দিনে ১ হাজার ৪৫৭ জন করোনা টিকা নিয়েছেন। এ নিয়ে মোট টিকা নিলেন ৬ হাজার ৪৪৫ জন।
আজ রাজধানীর মিন্টু রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের ৮টি বুথে ১ হাজার ৪৫৭ জন টিকা নিয়েছেন। গতকাল টিকা নিয়েছেন ১ হাজার ৮৩৪ জন।
টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে তথ্যকেন্দ্র, ওয়েটিং রুম, ৮টি বুথ, পোস্ট কোভিড অপেক্ষাগার, ৮ শয্যার সিকবে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে ২টি চিকিৎসক টিম, ৪টি এইচডিইউ, কেবিন ব্লকে ৪টি শয্যা ও ২টি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
বাসস/সবি/এসএস/২১০৫/এএএ