‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী শুক্র ও শনিবার

765

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘বধ্যভূমিতে একদিন’ প্রদর্শিত হবে।
মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর- রাজাকার, আলবদর, আলশামসদের গণহত্যা, নারী ধর্ষণ, নারী নির্যাতন, অগ্নি সংযোগ, জোরপূর্বক ধর্মান্তর, বাংলাদেশের মানুষকে দেশত্যাগে বাধ্য করা এবং সেই সময়ে সংঘটিত অন্যসব যুদ্ধাপরাধ এবং তাদের মানবতা বিরোধী অপরাধসমূহকে কেন্দ্র করে এই প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে।
কাওসার চৌধুরী পরিচালিত ও প্রযোজিত, সরকারি অনুদানপ্রাপ্ত ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্রটির স্থিতিকাল ২ ঘন্টা।
মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ১২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটায় ও বেলা সাড়ে তিনটায় এবং ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায়, বেলা দুইটায় এবং বিকেল সাড়ে চারটায় প্রামাণ্যচিত্রটি দেখা যাবে।
অগ্রীম প্রবেশপত্র পাওয়া যাবে পাঠক সমাবেশ সেন্টার শাহবাগ, বেঙ্গলবই এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে। প্রদর্শনীর দিনে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনের সামনে থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।