বাসস ক্রীড়া-২ : প্রথম সেশনে এক উইকেট শিকার করলো বাংলাদেশ

121

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-ঢাকা টেস্ট
প্রথম সেশনে এক উইকেট শিকার করলো বাংলাদেশ
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ২৯ ওভারে ১ উইকেটে ৮৪ রান করেছে ক্যারিবীয়রা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।
২১তম ওভারের চতুর্থ বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন বাঁ-স্পিনার তাইজুল ইসলাম। ৩৬ রানে থাকা ক্যাম্পবেলকে আউট করেন তাইজুল। ৬৮ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান ক্যাম্পবেল।
এরপর শায়নে মোসলেকে নিয়ে বিরতিতে যান ব্যাথওয়েট। ব্যাথওয়েট ৩৯ ও মোসলে ৬ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের তাইজুল ৯ ওভারে ২১ রানে ১ উইকেট নেন।
বাসস/এএমটি/১১৪০/স্বব