বাসস ক্রীড়া-১ : টস হেরে প্রথমে বোলিংএ বাংলাদেশ

149

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-ঢাকা টেস্ট
টস হেরে প্রথমে বোলিংএ বাংলাদেশ
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে বোলিংএ স্বাগতিক বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ইনজুরিতে পড়া সাদমান ইসলাম ও সাকিব আল হাসানের পরিবর্তে ঢাকা টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ডান-হাতি আবু জায়েদকে একাদশে নেয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার কেমার রোচের পরিবর্তে সুযোগ হয়েছে আলজারি জোসেফের।
চট্টগ্রামে প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ারসের অনবদ্য ২১০ রানের সুবাদে ৩৯৫ রানের টার্গেট স্পর্শ করে অবিস্মরনীয় জয়ের স্বাদ নেয় ক্যারিবীয়রা।
বাংলাদেশ একাদশ : মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শায়নে মোসলে, এনক্রুমার বোনার, কাইল মায়ারস, জার্মেই ব্লাকউড, জসুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।
বাসস/এএমটি/০৯৩৫/স্বব