বাসস দেশ-৪৯ : নীলফামারীর সৈয়দপুরে ৪৩ লাখ টাকা জরিমানাসহ অবৈধ ইটভাটা ধ্বংস

150

বাসস দেশ-৪৯
ইটভাটা- জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে ৪৩ লাখ টাকা জরিমানাসহ অবৈধ ইটভাটা ধ্বংস
নীলফামারী, ১০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় আজ আটটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।পাশাপাশি অনুমোদনহীন এসব অবৈধ ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়।
আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার খাতামধুপুর, কামারপুকুর, বাঙ্গালীপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার।তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেজবাবুল আলম, পরিদর্শক মো. মনোয়ারুল ইসলাম, নীফফামারীস্থ র‌্যাব-১৩ এর সদস্যবৃন্দ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকা এমবিসি ব্রিকসের মালিক সেলিনা বেগমের পাঁচলাখ টাকা, কামারপুকুর ইউনিয়নের চিকলী নিজবাড়ি এলাকার ইউবিএল বিক্সস্রে মালিক মো. জোবায়দুল ইসলামের ছয়লাখ টাকা, একই এলাকার এমএইচই ব্রিকসের মালিক মো. আব্দুর রাজ্জাকের সাতলাখ টাকা, কামারপুকুরে সিএন ব্রিকসের মালিক হাজী মো. নূরউদ্দিনের ছয়লাখ টাকা, একই এলাকার এমজেডএইচ ব্রিকসের মালিক মো. জিকরুল হকের চারলাখ টাকা, নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার থ্রিস্টার ব্রিকসের মালিক মো. মোজাহারুল ইসলামের সাতলাখ টাকা, বাইপাস সড়কের ধলাগাছ এলাকার এবি ব্রিকসের মালিক মো. আব্দুল মজিদের তিনলাখ টাকা এবং বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনীবাজার এলাকার আরএসবির মালিক মো. ইকবাল হোসেন প্রামানিক ভোলাকে পাঁচলাখ টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন এসব ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের উপপরিচালক মো. মেজবাবুল আলম জানান, ২০১৩ সাল থেকে সনাতন পদ্ধতির (১২০ ফুট উচ্চতার চিমনি) এসব ইটভাটা বন্ধের সরকারি নির্দেশ রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে এসব ইটভাটায় ইট তৈরি ও পোড়ানো অব্যাহত থাকায় অভিযান চালানো হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৫/এমকে