বাসস দেশ-৪০ : পিরোজপুরের ১৫ মাদক ব্যবসায়ী ও মাদকসেবির আত্মসমর্পণ

139

বাসস দেশ-৪০
মাদকসেবি- আত্মসমর্পন
পিরোজপুরের ১৫ মাদক ব্যবসায়ী ও মাদকসেবির আত্মসমর্পণ
পিরোজপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আজ ১৫ জন মাদকসেবি ও মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।
আজ বুধবার সদর উপজেলা পরিষদ সংলগ্ন চত্বরে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলামের কাছে এসব মাদকসেবি ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে।
এ উপলক্ষে পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মালেক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান খালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব প্রমুখ।
অনুষ্ঠানে আত্মসমর্পনকৃত ১৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবিকে পুনর্বাসন করার লক্ষ্যে সেলাই মেশিন, চা বিক্রয়ের সরঞ্জাম, হাঁস-মুরগি পালনের জন্য নগদটাকা সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫০/এমকে