বাসস দেশ-৩২ : দুই প্রস্তাব অনুমোদন ক্রয় সংক্রান্ত কমিটির

100

বাসস দেশ-৩২
মন্ত্রী সভা-ক্রয় প্রস্তাব
দুই প্রস্তাব অনুমোদন ক্রয় সংক্রান্ত কমিটির
ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দেশের চার বিভাগে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণে সাবমেরিন ক্যাবল ক্রয়সহ দু’টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রী ভার্চ্যুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন।
সভাশেষে জনপ্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে বিতরণ নেটওয়ার্ক স¤প্রসারণে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ২৬৪ কিলোমিটার ১১ কেভি ও ৩৩ কেভি সাবমেরিন ক্যাবল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৭ কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৩৩৪ টাকা।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন ডেভলপিং রিডিং হ্যাবিড প্রোগ্রামের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছ থেকে ২৪ মাস সময়ের জন্য ৮২ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৭৫৬ টাকায় পরামর্শক সেবা ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
বাসস/জিএম/আরআই/১৮৪৫/-এবিএইচ