বাসস ক্রীড়া-৬ : টেস্ট র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে এলেন রুট

109

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-ভারত-ইংল্যান্ড-রুট
টেস্ট র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে এলেন রুট
ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে এলন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিপক্ষে চলমান চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন রুট। চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২১৮ রানের ম্যাচ জয়ী ইনিংসের সুবাদে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন এ তারকা ব্যাটসম্যান। আজ বিশ^ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে ২২৭ রানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপুর্ন অবদান রেখেছেন তিনি। ভারতের মাটিতে এই জয়ের মাধ্যমে আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার বিরল স্বপ্ন দেখছে ইংলিশ দল। চলতি বছর জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে প্রথমবারের মত আয়োজিত টেস্ট টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ।
এ ইনিংসের মাধ্যমে রুট টপকে গেছেন প্রতিপক্ষ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাংকিং তালিকায় ভাল অবস্থানে আছেন বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই ডাবল সেঞ্চুরি হাকানো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইল মায়ার্স ও পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী।
জো রুটের রেটিং পয়েন্ট ৮৮৩। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর এটিই তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট। উপমহাদেশে সর্বশেষ তিন টেস্টে তিনি সংগ্রহ করেছেন ৬৮৪ রান। ভারতের আগে শ্রীলংকায় বাকী দুই টেস্ট খেলেছেন রুট। গত মাসে শ্রীলংকা সফরে গিয়ে দুই টেস্টে যথাক্রমে ২২৮ ও ১৮৬ রান সংগ্রহ করেন তিনি।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাইে প্রথম ব্যাটসম্যান হাকিয়েছেন ডাবল সেঞ্চুরি। র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের চেয়ে ৩৬ পয়েন্ট এবং দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছেন রুট।
বাসস/এএসজি/এমএইচসি/১৭৪৫/স্বব