বাসস দেশ-২৪ : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

110

বাসস দেশ-২৪
সড়ক দুর্ঘটনা-মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত
ঝিনাইদহ, ১০ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দশজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।
আজ বুধবার বিকাল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানায়, বুধবার গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। যাত্রীবাহি বাসটি কালীগঞ্জ উপজেলার বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে এ হতাতহতের ঘটনা।
তিনি জানান, ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গূরুতর অবস্থায় চিকিৎসার জন্য যশোরে নেয়ার পথে আরও একজন মারা গেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কালীগঞ্জে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রহমান জানান,তারা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যশোর সদর হাসপাতালে নেয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭০০/-এমকে