চুয়াডাঙ্গায় টিকা নিলেন সংসদ সদস্য আলী আজগার টগর

203

চুয়াডাঙ্গা, ১০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেলা ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর করোনাভাইরাসের টিকা দিয়েছেন । পরে টিকা নেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। টিকা নেয়ার পর দু’জনেই সুস্থ আছেন বলে জানান তারা।
এছাড়া আজ চতুর্থ দিনের মতো চলছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। সুরক্ষা অ্যাপসে নিবন্ধন করা ব্যক্তিরাই কেবল টিকা নিতে পারছেন। টিকা নেয়া ব্যক্তিদের ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সিভিল সার্জনের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম করোনার টিকা নেয়ার পরবর্তীতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার বিষয়টি তদারকি করছেন।