বাসস দেশ-১১ : বরগুনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

122

বাসস দেশ-১১
বরগুনা-প্রশিক্ষণ
বরগুনায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ
বরগুনা, ১০ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): জেলা প্রশাসকের সভা কক্ষে আজ বেলা ১১টায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করেছে। জেলা প্রশাসকের সভাকক্ষে উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে আলোচনা করেন, সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাররম আলী। বিষয়ভিত্তিক আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশ্রাফুল ইসলাম। সবশেষে দলভিত্তিক আলোচনা করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪১০/নূসী