বাসস দেশ-৪৬ : দেশে এ পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন

251

বাসস দেশ-৪৬
টিকা-আপডেট
দেশে এ পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত এ পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ৪৪ হাজার ৫৮৩ জন নারী রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১ হাজার ৮২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৪ হাজার ৪৯৬ জন রয়েছেন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহন করেছেন ৪৭ হাজার ৯২৩ জন। ঢাকা মহানগরীতে ২৫ হাজার ৩৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ হাজার ৪৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৫১৩ জন, রংপুর বিভাগে ১৮ হাজার ৬৫২ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৭৫ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ১৩৭ জন এবং সিলেট বিভাগে ১৪ হাজার ৯০৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
এদিকে ঢাকা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৫ হাজার ২২০ জন। ঢাকা মহানগরীর ১২ হাজার ৫১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহনকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/২০৫৯/-শআ