বাসস ক্রীড়া-১১ : বাকী তিন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ‘কঠিন লড়াই’: কোহলি

137

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-ভারত-ইংল্যান্ড-কোহলি
বাকী তিন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ‘কঠিন লড়াই’: কোহলি
চেন্নাই (ভারত), ৯ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মনে করেন সিরিজের শেষ তিন টেস্টে ইংল্যান্ডকে আরো ‘কঠিন লড়াইয়ে’ নামতে হবে। চার ম্যাচ সিরিজের উদ্বোধনী টেস্টে সফরকারীদের কাছে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে স্বাগতিক ভারত।
অধিনায়ক বিরাট কোহলি একাই কিছু সময়ের জন্য লড়াই করে গেছেন ভারতীয়দের জন্য। শেষ পর্যন্ত ২৪তম টেস্ট হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান বোল্ড আউট হন বেন স্টোকস এর নিচু হয়ে আসা বলে। ফলে ৭২ রানে থেমে যায় কোহলির ইনিংস। মাত্র এক মাস আগে এই ভারতীয় দলটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে সিরিজ জিতে এসেছে। ব্র্রিসবেনের গাব্বায় ১৯৮৮ সালের পর প্রথম টেস্ট হেরেছে অসিরা। কোহলি বলেন তার দলটি ফের লাড়াইয়ে নামার জন্য প্রস্তুত।
ম্যাচ হারের পর তিনি বলেন,‘ আমরা এমন একটি দল, যারা এই ব্যর্থতাকে মেনে নিয়েছি এবং এই হার ও ভুল থেকে শিক্ষা নিয়েছি। এটি নিশ্চিত যে সিরিজের বাকী তিনটি টেস্টে আমরা কঠিন লড়াই করব এবং এক এ ম্যাচের ন্যায় বিন্দুও ছাড় দেব না। ’
গত মাসে শ্রীলংকা সফরে গিয়ে দুই টেস্টে যথাক্রমে ২২৮ ও ১৮৬ রান সংগ্রহ করা রুট প্রথম ইনিংসে ২১৮ রান সংগ্রহের মাধ্যমে ইংল্যান্ডকে ৫৭৮ রানের পাহাড়ে দাঁড় করালে জবাবে ভারত থেমে যায় ৩৩৭ রানে। ফলে প্রথম ইনিংসেই ২৪১ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন গ্রহন করে ইংল্যান্ড।
সফরকারিদের পারফর্মেন্সের প্রশংসা করলেও ইংলিশরা অপেক্ষকৃত বেশী প্রস্তুতি নিয়েছেন বলে মানতে নারাজ কোহলি। তিনি বলেন,‘ ২০১৭ সালে অস্ট্রেলিয়া যখন প্রথম টেস্টে জয়লাভ করেছিল তখনও এমন কথাই বলা হয়েছিল। তবে সেটি নিয়ে এখনই কিছু বলতে চাই না বা সিদ্ধান্তে আসতে চাই না। আসলে মন্তব্য করার সয় এখনো আসেনি।
আপনি হয়তো বলতে পারেন তারা বেশ ভালভাবে প্রস্তুতি নিয়ে এসেছে। তবে বলতে পারেননা তারা আমাদের চেয়ে বেশী প্রস্তুতি নিয়ে এসেছে। আমাদের হোম কন্ডিশনকে তারা কোনভাবেই সঠিক পরিমাপ করতে পারবে না।’
কোহলির নেতৃত্বে হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করার পর তিনি দেশে ফিরে আসলেও শেষ পর্যন্ত আজিঙ্কা রাহানের নেতৃত্বে পরের দুই ম্যাচে জয় লাভের মাধ্যমে ২-১ ব্যবধানে সফলতা নিয়ে ভারত দেশে ফিরলে চাপ আরো বেড়েছে কোহলির উপর।
দ্বিতীয় ইনিংসে অফ স্পিনার রাবিচন্দ্রন অশি^ন চয় উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের গুড়িয়ে দেয় ১৭৮ রানে। এ সময় বাঁহাতি শাহবাজ নাদিমও দলকে কিছুটা সহায়তা করেছেন। সুন্দর ও শাহবাজকে বাইরে রেখে বোলিং বিভাগের সমালোচনাও করেন কোহলি। তিনি বলেন,‘ প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য আপনাকে বোলিং বিভাগের সহায়তা নিতে হবে। আপনি যদি ফাস্ট বোলার বা অশি^নের কথা বলেন তাহলে বলব তারা সঠিক জায়গায় ভাল বোলিং করেছে। তবে মিতব্যয়ী বল করেছে ওয়াশিং ও শাহবাজ। এতেই পরিস্থিতির উন্নতি ঘটেছে।’
বাসস/এএফপি/এমএইচসি/২০৪১/স্বব