বাসস দেশ-৪৩ : সুন্দরবনে আগুনের কারণ জানতে তদন্ত শুরু

149

বাসস দেশ-৪৩
সুন্দরবন-তদন্ত কমিটি
সুন্দরবনে আগুনের কারণ জানতে তদন্ত শুরু
বাগেরহাট, ৯ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাড়ির ২৭নম্বর কর্ম্পামেন্টের গহীন বনে আগুনলাগার কারণ জানতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।
আজ মঙ্গলবার সকালে তিনসদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক, চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায় ও চাঁদপাই রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার ওবায়দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির প্রধান সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক জানান, বনে আগুন লাগার কারন খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা সম্ভব হবে।
সাত কর্মদিবসের মধ্যে পূর্ব সূন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১৬/এমকে