বাসস দেশ-৪০ : সিআরটি’র ২৪ সদস্যের বিশেষ প্রশিক্ষণ শুরু

143

বাসস দেশ-৪০
চট্টগ্রাম-সিআরটি
সিআরটি’র ২৪ সদস্যের বিশেষ প্রশিক্ষণ শুরু
চট্টগ্রাম, ৯ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, জিম্মিদের উদ্ধার করাসহ বড় ধরনের সংকট পরিস্থিতি মোকাবেলায় গঠিত সিএমপি, চট্টগ্রামের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ইউনিটের সদস্যদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ট্রেনিং কার্যক্রম গতকাল দামপাড়াস্থ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এন্টি টেরোরিজম এসিস্ট্যান্স (এটিএ) প্রোগ্রামের আওতায় সিআরটি মেনটরশিপ ট্রেনিং চলবে এক মাস। সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের ক্রাইসিস রেসপন্স টিম-এর ২৪ জন সদস্য চলমান এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আগত এফবিআই, সোয়াত কমান্ডার, নেভি সিল-এর দক্ষ প্রশিক্ষকগণ।
বাসস/জিই/কেএস/১৯৪৯/-শআ