বাসস-দেশ-৩৫ : রাঙ্গামাটিতে পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ

106

বাসস-দেশ-৩৫
নির্বাচন কর্মকর্তা- প্রশিক্ষণ
রাঙ্গামাটিতে পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ
রাঙ্গামাটি, ৯ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার শহরের রাণী দয়াময়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শফিকুর রহমান জানান, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে ।
তিনি জানান, রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে মোট ৩১টি কেন্দ্রে ভোটগ্রহন করা হবে।এ নির্বাচনে ৩১জন প্রিজাইডিং অফিসার, ২০১জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০২জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এদিকে, রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ আজ এ প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সাথে আলাপ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৫৯/এমকে