বাসস দেশ-৩০ : বিএসএমএমইউয়ে একদিনে ১,৪৯৭ জন করোনা টিকা নিয়েছেন

95

বাসস দেশ-৩০
বিএসএমএমইউ-টিকা
বিএসএমএমইউয়ে একদিনে ১,৪৯৭ জন করোনা টিকা নিয়েছেন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ ১ হাজার ৪৯৭ ব্যক্তি টিকা গ্রহণ করেছেন।
টিকাদান কর্মসূচির ৪র্থ দিনে এটিই টিকা গ্রহণের রেকর্ড সংখ্যক অংশগ্রহণ বলে জানিয়েছে বিএসএমএমইউ’র কর্তৃপক্ষ।
এদিকে, গতকাল সোমবার টিকা নিয়েছেন ৮ শত ৯৮ জন। সব মিলিয়ে এই সেন্টারে ৩ হাজার ১৫৪ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে আজ এক সভা অনুষ্ঠিত হয়।
গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া’র টিকা নেয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়।
বাসস/সবি/এসএস/১৮৩১/এএএ