বাসস-দেশ-২৮ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন ২৭০ জন ভাতাভোগীর মাঝে কার্ড বিতরণ

101

বাসস-দেশ-২৮
ভাতাভোগী-কার্ড বিতরণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন ২৭০ জন ভাতাভোগীর মাঝে কার্ড বিতরণ
হবিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়নে নতুন ২৭০ জন স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে সরকারি ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুর ইসলাম প্রধান ও নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৭০ জন নতুন ভাতাভোগীর মধ্যে নূরপুর ইউনিয়নের ৭৭ জন এবং ব্রাহ্মণডুরা ইউনিয়নের বাসিন্দা ১৯৩ জন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮১৭/এমকে