বাসস দেশ-২৪ : ডিএমপি’র যুগ্ম কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তার পদায়ন

106

বাসস দেশ-২৪
ডিএমপি-পদায়ন
ডিএমপি’র যুগ্ম কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তার পদায়ন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) মোহা. আবদুল মালেককে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মো. আব্দুর রাজ্জাক (সেবা) কে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি), যুগ্ম পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) এবং যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) হিসেবে পদায়ন করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৭৪০/-শআ