বাসস বিদেশ-৬ : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের অভিযানে ১৯ জন নিহত

157

বাসস বিদেশ-৬
নাইজেরিয়া-অস্থিরতা
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের অভিযানে ১৯ জন নিহত
ক্যানো, নাইজেরিয়া, ৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : উত্তর-পশ্চিম নাইজেরিয়ার সাপ্তাহিক ছুটির দিনে কদুনা রাজ্যের দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসিরা অভিযান চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে। দেশটি সরকার জানিয়েছে, এটি ছিল ওই অঞ্চলের সর্বশেষ সহিংস ঘটনা। খবর এএফপি’র।
স্থানীয় ডাকাত দল হিসেবে পরিচিত অপহরণকারী ও গবাদি পশু ছিনতাইকারী গোষ্ঠীর বন্দুকধারী সন্ত্রাসিরা – প্রায়শই উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে, গবাদিপশু চুরি করে, অপহরণ করে মুক্তিপণ দাবি কওে ও লুটপাটের পর তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। অভ্যন্তরীণ বিষয়ক কমিশনার স্যামুয়েল অরুওয়ন এক বিবৃতিতে বলেন, “কাদুনা রাজ্য সরকার বার্নিন গোয়ারী ও কাজুরুর স্থানীয় সরকার অঞ্চলে হামলায় ১৯ জন নাগরিকের হত্যার ঘটনা সম্পর্কে নিরাপত্তা সংস্থার কাছ থেকে রিপোর্ট পেয়েছে।”
বাসস/অনু-জেজেড/২০৫৩/কেএমকে