নাটোরে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ কার্যক্রম শুরু

550

নাটোর, ৮ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : সড়কে যানবাহন চলাচলে শৃংখলা নিশ্চিত করতে জেলায় আজ থেকে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার বেলা একটায় শহরের স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে জেলা ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সড়কে যানবাহন চলাচলে শৃংখলা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক বিভিন্ন অপরাধসমূহের জন্যে ১০৮ ধারার ক্ষমতাবলে ‘পিওএস’ মেশিনের মাধ্যমে ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হবে। ইউ-ক্যাশের মাধ্যমে কেস ফি বা জরিমানার অর্থ পরিশোধ করে গ্রাহক তাৎক্ষণিক জব্দকৃত কাগজপত্র ফেরৎ পাবেন।