বাসস দেশ-৩৭ : কাপড় পরিমাপে কম দেয়ার অপরাধে মামলা দায়ের ৫০ হাজার টাকা জরিমানা

170

বাসস দেশ-৩৭
বিএসটিআই- অভিযান
কাপড় পরিমাপে কম দেয়ার অপরাধে মামলা দায়ের ৫০ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : কাপড় পরিমাপে ননমেট্টিক একক ব্যবহারের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। আজ ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’’অনুযায়ী ঢাকা জেলার ভাটারা এলাকায় অবস্থিত টপ টেন মার্টকে ৫০হাজার টাকা অর্থদন্ডসহ এ মামলা দায়ের করা হয়। এছাড়াও ঢাকা মহানগরীর গুলশান লিংক রোডে অবস্থিত আইডিয়াল ফিলিং ষ্টেশন, খিলক্ষেতে অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এন্ড সিএনজি ফিলিং ষ্টেশন, কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত পিনাকল পাওয়ার লিঃ এবং নিউ এয়ারপোর্ট রোড এলাকার ডি এল ফিলিং ষ্টেশনসমূহে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান -এর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আল হাসনাত অংশগ্রহণ করেন।
বাসস/সবি/ এমএআর/২০০৮/কেএমকে