বাসস দেশ-৩৩ : পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

138

বাসস দেশ-৩৩
হত্যা-ফাঁসি
পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
পিরোজপুর, ৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে জেলায় হাসিবুল ইসলাম কাঞ্চন (৩৫) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
আজ দুপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। এ সময় তিনি আসামীকে আরো ২০ হাজার টাকা জরিমানারও আদেশ প্রদান করেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী জেলার ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারীর পুত্র। নিহত রেজাউল করিম রিপন হাওলাদার (৪০) জেলার ইন্দুরকানী উপজেলার চর বলেশ^র গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র এবং পত্তাশী কে. সি. টেকনিক্যাল কলেজের অফিস সহকারী ছিলেন।
সরকারি কৌশলী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৮ সালের ১ নভেম্বর ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকার কে. সি. টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম রিপন তার নিজ বাড়ির এলাকার উপজেলার চর বলেশ^র থেকে ভ্যান যোগে পত্তাশী বাজারে যাবার সময় পরিবারিক বিরোধের জের ধরে একই এলাকার হাসিবুল ইসলাম কাঞ্চন প্রকাশ্য দিবালোকে রেজাউলের ওপর কুড়াল দিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই রেজাউল মারা যায়। এ ঘটনায় নিহত রেজাউলের স্ত্রী নাসরিন আক্তার হাসি ওইদিনই ইন্দুরকানী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৬ মার্চ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে এঘটনায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ আদেশ প্রদান করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৪৫/কেজিএ