পোস্টারে ছেয়ে গেছে কালাই ও আক্কেলপুর পৌরসভার অলি-গলি

276

জয়পুরহাট, ৮ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : প্রতীক পাওয়া পর থেকে প্রচারণায় ব্যস্ত কালাই ও আক্কেলপুর পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণ করা মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি।
চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের এ দুই পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
কালাই পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত রাবেয়া সুলতানা ( নৌকা), বিএনপি মনোনীত সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রাথী হিসেবে মামুনুর রশিদ রাহুল ( নারিকেল গাছ)। সাধারণ কাউন্সিলার পদে ২৫ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১১ জন প্রতিদ্বন্দিতা করছেন। কালাই পৌরসভায় ১৩ হাজার ৫২৬ জন ভোটার রয়েছেন। এরমধ্যে মহিলা ভোটার রয়েছে ৭ হাজার ৭৫ জন। এখানে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকলে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। আক্কেলপুর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হচ্ছেন শহিদুল আলম চৌধুরী ( নৌকা)। ধানের শীষ প্রতীকে এখানে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী বাদসা থাকলেও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন জগ প্রতীকে রেজাউল করিম। তিনি গত বারে বিএনপি’র প্রার্থী ছিলেন। এ ছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে মো: আবু ইউসুফ এবং মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মিজানুর রহমান। আক্কেলপুর পৌরসভায় সাধারণ কাউন্সিলার পদে ৩৫ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলার পদে ১৯ জন প্রতিদ্বন্দিতায় রয়েছেন। আক্কেলপুর পৌরসভায় ভোটার রয়েছেন ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে মহিলা ভোটার হচ্ছেন ১০ হাজার ৩২৫ জন। এখানে ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক পাওয়া মাত্র পৌর এলাকা ফেস্টুন , ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারের বাড়ি বাড়ি লিফলেট পৌঁছে দিচ্ছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, কালাই ও আক্কেলপুর পৌরসভার ভোট আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য বর্তমানে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণসহ যাবতীয় প্রস্তুতি মূলক কাজ চলছে। উল্লেখ, গতবারের পৌর নির্বাচনে কালাই ও আক্কেলপুর পৌরসভায় আওয়ামীলীগের প্রার্থীরা বিজয় লাভ করেছিলেন।