বাসস দেশ-৪৬ : দেশে কৃষি বিপ্লব হয়েছে : ফরিদুন্নাহার লাইলী

157

বাসস দেশ-৪৬
লাইলী-পথসভা
দেশে কৃষি বিপ্লব হয়েছে : ফরিদুন্নাহার লাইলী
লক্ষ্মীপুর, ৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেছেন, আওয়ামী লীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহসড়কে এগিয়ে যাচ্ছে। দেশে কৃষি বিপ্লব হয়েছে।
জেলার রামগতি পৌরসভার এক নির্বাচনী পথসভায় আজ বিকেলে নৌকা প্রতীকের প্রার্থী মেজবাহ উদ্দিন মেজুর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় ফরিদুন্নাহার লাইলী একথা বলেন।
পৌরসভার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পথসভার আয়োজন করে রামগতি উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাঈদ পারভেজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজভীরুল হক অনু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কেন্দ্রীয় যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
ফরিদুন্নাহার লাইলী বলেন, নৌকা উন্নয়নের প্রতিক। নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহসড়কে এগিয়ে যাচ্ছে। দেশে কৃষি বিপ্লব হয়েছে। নৌকার প্রার্থীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৪০/কেজিএ