বাসস ক্রীড়া-১২ : রিজওয়ানের সেঞ্চুরির পর টার্গেট নিয়ে লড়ছে দক্ষিণ আফ্রিকা

120

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-রাওয়ালপিন্ডি টেস্ট
রিজওয়ানের সেঞ্চুরির পর টার্গেট নিয়ে লড়ছে দক্ষিণ আফ্রিকা
রাওয়ালপিন্ডি, ৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে গতকাল ৪ উইকেট হাতে নিয়ে ২০০ রানে এগিয়ে ছিল স্বাগতিক পাকিস্তান। এই লিডেও স্বস্তিতে দিন শেষ করতে পারেনি পাকিস্তান।
তবে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ১১৫ রান করে পাকিস্তানকে আজ ভালো অবস্থায় নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। এতে দক্ষিন আফ্রিকাকে ৩৭০ রানের টার্গেট দিতে পারে পাকিস্তান।
জবাবে ১ উইকেটে ১২৭ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টটি জিততে আগামীকাল পঞ্চম ও শেষ দিনে আরও ২৪৩ রান করতে হবে প্রোটিয়াদের। আর পাকিস্তানের প্রয়োজন ৯ উইকেট।
২৮ রান নিয়ে আজ খেলতে নেমে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ পান রিজওয়ান। ১৫টি চারে নিজের ইনিংস সাজান রিজওযান। দক্ষিণ আফ্রিকার লিন্ডে ৬৪ রানে ৫ উইকেট নেন।
৩৭০ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ডিন এলগারকে হারায় দক্ষিণ আফ্রিকা। ১৭ রান করেন তিনি। তবে আইডেন মার্করাম ৫৯ ও ভ্যান ডান ডুসেন ৪৮ রানে অপরাজিত আছেন।
বাসস/এএমটি/১৯১৮/স্বব