বাসস দেশ-৩৯ : টিলা রক্ষায় হাইকোর্টের রুল

120

বাসস দেশ-৩৯
হাইকোর্ট-আদেশ
টিলা রক্ষায় হাইকোর্টের রুল
ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : সারা দেশের টিলা রক্ষায় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে সাত দিনের মধ্যে কুলাউড়ার মলাংগি টিলা কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
জনস্বার্থে আনা এক রিটের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ্ মাহ্বুব এবং বিচারপতি এস এম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন– এডভোকেট মনজিল মোরশেদ। তিনি আদালতের আদেশের বিষয়টি বাসস-কে জানান।
আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন এডভোকেট আমাতুল করিম।
জনস্বার্থে আদালতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র পক্ষে রিটটি করা হয়।
রিটে বিবাদীরা (রেসপনডেন্ট) হচ্ছেন- মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ১৩ জন।
বাসস/এএসজি/ডিএ/১৯০৩/-কেএটি