বাসস ক্রীড়া-৯ : বড় হারের লজ্জার রেকর্ড বাংলাদেশের

119

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-চট্টগ্রাম টেস্ট-বাংলাদেশ
বড় হারের লজ্জার রেকর্ড বাংলাদেশের
চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজকে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ৩৯৫ রানের টার্গেট দিয়ে হার এড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ২১০ রানের অনবদ্য ইনিংস খেলে ৩৯৫ রানের টার্গেট স্পর্শ করিয়ে বাংলাদেশকে হারের লজ্জার রেকর্ডের স্বাদ পাইয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান কাইল মায়ারস।
এশিয়ার মাটিতে উপমহাদেশের বাইরের কোন দলের কাছে সবচেয়ে বড় লক্ষ্য দিয়েও হারার লজ্জার রেকর্ড গড়লো টাইগাররা।
২০০৮ সালে দেশের মাটিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩১৭ রানের টার্গেট দিয়ে ৩ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ। এবার ৩১৭ রানের বেশি টার্গেট দিয়েও সেই একই ভেন্যুতে ৩ উইকেটে হার বরণ করলো টাইগাররা। ফলে আজকের হার বাংলাদেশের লজ্জার রেকর্ডে সবার উপরে জায়গা করে নিলো।
অবশ্য দ্বিতীয় ও তৃতীয় লজ্জার হারও বাংলাদেশের। নিউজিল্যান্ডের কাছে হারের আগের ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দিয়ে ৩ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।
বাসস/এএমটি/১৮৫০/স্বব