বাসস ক্রীড়া-১ : প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশের বোলাররা

121

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-চট্টগ্রাম টেস্ট
প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশের বোলাররা
চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে কোন উইকেট শিকার করতে পারলো না বাংলাদেশের বোলাররা। জয়ের জন্য ৩৯৫ রানের টার্গেটে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৩ উইকেটে ১৯৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে ৭ উইকেট হাতে নিয়ে আরও ১৯৮ রান করতে হবে ক্যারিবীয়দের।
সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১১০ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। তাই টেস্টটি জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার ছিলো ৭ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে আরও ২৮৫ রান। এনক্রুমার বোনার ১৫ ও কাইল মায়ারস ৩৭ রানে অপরাজিত ছিলেন।
আজ, পঞ্চম দিনের শুরু থেকে বাংলাদেশের বোলারদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছেন বোনার ও মায়ারস। ফলে প্রথম সেশনে অবিচ্ছিন্ন থেকে যান তারা। বোনার ৪৩ ও মায়ারস ৯১ রানে অপরাজিত থেকে বিরতিতে যান। চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ২৮০ বলে অবিচ্ছিন্ন ১৩৮ রান যোগ করেছেন তারা।
বাসস/এএমটি/১২০৫/স্বব