নওগাঁয় কোভিড-১৯ টিকাদান শুরু

264

নওগাঁ, ৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু হানিফ টিকা গ্রহণের মধ্য দিয়ে নওগাঁয় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হারুন অর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ ত ম আব্দুল্লাহেল বাকি, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সাইদুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হারুন অর রশিদ, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন ও জেলা বিএমএ -এর সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন নওগাঁ জেলায় ৮৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে। যা দিয়ে ৪২ হাজার ব্যক্তিকে টিকা দেয়া যাবে। জেলায় এ পর্যন্ত ৬ হাজার ব্যক্তি টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
রোববার জেলা সদরে ৫ টি বুথে মোট ১১০ জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।