বাসস দেশ-৪ : শরীয়তপুরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

115

বাসস দেশ-৪
টিকাদান
শরীয়তপুরে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন
শরীয়তপুর, ৭ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকাল ৯:৪০ মিনিটে শরীয়তপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. সাদমান সাকিবকে টিকা প্রদানের মাধ্যমে শুরু হলো করোনা প্রতিরোধের টিকাদান কার্যক্রম। প্রথম পর্যায়ে সম্মুখ সারির ১৮ হাজার ব্যক্তিকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা প্রদান করা হবে।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ বাসস’কে জানিয়েছেন, প্রথম পর্যায়ের বরাদ্দে জেলায় ৩৬ হাজার ডোজ টিকা এসেছে। শরীয়তপুর সদর হাসপাতাল চত্বরে ৪টি বুথের মাধ্যমে আজ ৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৮ বিকেল ৩টা পর্যন্ত প্রতিদিন কোভিড-১৯ এর টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে টিকা পাবেন করোনা প্রতিরোধে প্রথম সারির যোদ্ধা ১৮ বছরের উপরের স্বাস্থ্য বিভাগের কর্মী, মুক্তিযোদ্ধা, রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য বিভাগের ব্যক্তিবর্গ, পুলিশ, সাংবাদিকসহ ৫৫ বছরের উপরের বয়সী নাগরিক।
টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লা-আল-মুরাদ, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. মুনির আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবাহানসহ স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ ও সংবাদকর্মীরা।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৩৫/নূসী